জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গাঁজা সহ গ্রেপ্তার পাঁচ ব্যক্তি, যার মধ্যে রয়েছে দুজন মহিলা | ঘটনা ধর্মনগর আই এস বি টিতে। বৃহস্পতিবার দুপুর নাগাদ পার্শ্ববর্তী রাজ্য আসামের বাসিন্দা ৫ জনকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে, তাদের ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে তিন প্যাকেটে আনুমানিক ৪৮ কেজি শুকনো গাজা, যার কালো বাজারে মুল্য কয়েক লক্ষাধিক টাকা। ধৃতদের মধ্যে তিন জন পুরুষ এবং বাকি দুজন মহিলা। তারা আগরতলা থেকে রেলে করে ধর্মনগরে এসে যেকোন গাড়ি করে আসাম পাড়ি দেওয়ার উদ্যেশ্যে ধর্মনগর আই এস বিটি তে গেলে সেখানকার লোকজনদের তাদের দেখে সন্দেহ হয়। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় ধর্মনগর থানার পুলিশকে । ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
দুই মহিলা সহ পাঁচ গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার উদ্ধার ৪৮ কেজি গাঁজা
