Site icon janatar kalam

দিল্লি যাওয়ার পথে আটক এক বাংলাদেশী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের সীমান্তকে ব্যবহার করে প্রতিনিয়ত রেল ও সড়ক পথে বহির রাজ্যে পাড়ি দিচ্ছে একাংশ বাংলাদেশি। আর তাদেরকে মোটা অংকের অর্থের বিনিময়ে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দিতে সক্রিয় হয়ে উঠেছে রাজ্যেরই একাংশ পাচারকারী। পুলিশের দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়েই পাচারকারীরা অব্যাহত রেখেছে তাদের মানব পাচারের কর্মকাণ্ড। যা আগামীদিন দেশ ও রাজ্যের ক্ষেত্রে গভীর উদ্বেগের আশঙ্কা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতির মধ্যেই এবার ভুয়া আঁধার কার্ড সহ দিল্লি যাওয়ার পথে বিশালগড়ে আটক এক বাংলাদেশী যুবক। বক্সনগর সীমান্ত দিয়ে শনিবার রাতে রাজ্যে প্রবেশ করে রফিকুল ইসলাম নামে এক বাংলাদেশী। বিশালগড় নিচের বাজারের ব্যবসায়ীদের হাতে ধরা পড়ে সে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। অবৈধ ভাবে বক্সনগরের আন্তর্জাতিক অবৈধ পাচারকারি আনোয়ারের হাত ধরে রাজ্যে প্রবেশ করে সে। কথা ছিল রেলে করে দিল্লি যাওয়ার। সেই মোতাবেক টিকিটও কাটা আছে। কিন্তু মাঝ পথে বিশালগড়ে ধরা পড়ে সে। জানা গেছে তার বাড়ি বাংলাদেশের মাদারিপুর জেলায়। তার কাছ থেকে পুলিশ একটি ভুয়া আঁধার উদ্ধার করেছে। রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

Exit mobile version