Site icon janatar kalam

দিল্লি মেট্রোতে সফর জাপানের বিদেশমন্ত্রীর, প্রকল্পে আগ্রহ প্রকাশ

জনতার কলম ওয়েবডেস্ক :- জাপানের বিদেশমন্ত্রী তোশিমিতসু মোতেগি আজ দিল্লি মেট্রোতে যাত্রা করেন। এই সফরে তাঁর সঙ্গে ছিলেন ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ওনো কেইইচি। সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC)-এর শীর্ষ আধিকারিকরা প্রতিনিধি দলকে দিল্লি মেট্রো প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। পরে তাঁরা সেন্ট্রাল সেক্রেটারিয়েট থেকে পটেল চৌক পর্যন্ত মেট্রো সফর করেন এবং পুনরায় একই পথে ফিরে আসেন।

DMRC তাদের সামাজিক মাধ্যমের এক পোস্টে জানিয়েছে, সফরের সময় জাপানের বিদেশমন্ত্রী দিল্লি মেট্রোর নির্মাণ, পরিচালনা ও প্রযুক্তিগত বিভিন্ন দিক সম্পর্কে গভীর আগ্রহ প্রকাশ করেন। সংস্থার মতে, দিল্লি মেট্রো ভারত–জাপান মৈত্রীর ও পারস্পরিক সহযোগিতার এক গর্বিত প্রতীক।

উল্লেখযোগ্য যে, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA) দিল্লি মেট্রো প্রকল্পের প্রথম পর্যায় থেকেই আর্থিক সহায়তা প্রদান করে আসছে।

এর আগে দিনের শুরুতে বিদেশমন্ত্রী মোতেগি রাজঘাটে গিয়ে জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার তিনি নয়াদিল্লিতে পৌঁছান।

Exit mobile version