জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লি-এনসিআরে বৃষ্টির কারণে, শুক্রবার ভোর ৫টায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের (আইজিআই) টার্মিনাল-১-এর পার্কিং ছাদ ভেঙে পড়ে। দুর্ঘটনায় মৃত্যু হল গাড়িতে বসা এক ক্যাব চালকের, আহত হয়েছেন ৮ জন। আহতদের মেদান্ত হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দিল্লি ফায়ার সার্ভিস, পুলিশ, সিআইএসএফ এবং এনডিআরএফের দল ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।
দিল্লি ফায়ার সার্ভিস (DFS) আধিকারিকরা জানিয়েছেন – সকালে টার্মিনাল-১-এ অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য পার্কিং এলাকায় গাড়ির দীর্ঘ লাইন ছিল। এ সময় পার্কিং লটের ছাদ ধসে পড়ে। ছাদের একটি ভারী অংশ এবং তিনটি লোহার সাপোর্ট বিমও যানবাহনের উপর পড়ে। এ সময় এখানে পার্কিং করা গাড়িগুলো বিমে চাপা পড়ে যায়।
আইজিআই বিমানবন্দরের ডিসিপি ঊষা রঙ্গনানি বলেন, টার্মিনাল ১-এর বাইরের শেড, ডিপার্চার গেট নং ১ থেকে ২ নং গেট পর্যন্ত বিস্তৃত শেডটি ধসে পড়ে, যাতে প্রায় 4টি গাড়ি চাপা পড়ে। ডিএফএসের সহকারী বিভাগীয় আধিকারিক রবিন্দর সিং জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে আটজনকে উদ্ধার করা হয়েছে। সরিয়ে নেওয়া এক ব্যক্তি ইতিমধ্যেই মারা গেছেন।