জনতার কলম ওয়েবডেস্ক :- রাজস্থান রয়্যালস (RR) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪-এ তাদের টানা দ্বিতীয় জয় অর্জন করেছে। দলটি চলতি মৌসুমের ৯ তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে (DC) ১২রানে হারিয়েছে।
জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি। প্রথমে ব্যাট করে রাজস্থান ২০ ওভারে ৫ উইকেটে ১৮৫ রান করে। জবাবে দিল্লি ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান করতে পারে।
রাজস্থানের হয়ে, রিয়ান পরাগ ৪৫ বলে ৮৪ রানের ইনিংস খেলেন, যেখানে রবিচন্দ্রন অশ্বিন ২৯ রান এবং ধ্রুব জুরেল ২০ রানের অবদান রাখেন। দিল্লির হয়ে ডেভিড ওয়ার্নার করেন ৪৯ রান, অধিনায়ক ঋষভ পান্ত ২৮ রান করেন। রাজস্থানের যুজবেন্দ্র চাহাল ও নান্দ্রে বার্গার নেন ২টি করে উইকেট।