Site icon janatar kalam

দিল্লিতে গিয়ে দোস্তি এবং রাজ্যে কুস্তি! মানুষকে বোকা ভাবছে প্রদ্যুৎ: জিতেন্দ্র

জনতার কলম ওয়েবডেস্ক :- মানুষকে বোকা ভাবছে প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বিজেপির সঙ্গে ঘর করছেন, এক সাথে খাচ্ছেন, এক বিছানায় ঘুমাচ্ছেন। অথচ ভিলেজ কমিটির নির্বাচন ইস্যুতে সরকার তথা বিজেপির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবার কথা বলছেন। মানুষকে বোকা বানিয়ে এক ঘরে বাস করছে মাথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর।

মঙ্গলবার বিজেপি ও মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরকে এই ভাবেই কটাক্ক করলেন বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী। এই দিন তিনি সাংবাদিকদের মুখমুখি হয়ে বলেন, বিজেপি সরকার যদি ভিলেজ কমিটি নির্বাচন সঠিক সময়ে না করায় তা হলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন।

বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিজেপির সঙ্গে ঘর করছেন, এক সাথে খাচ্ছেন, এক বিছানায় ঘুমাচ্ছেন আর সেই বিছানা ত্যাগ করতে পারছে না তিনি। আর তিনি বলেছেন, দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে যাবেন, কাকে বোকা বানাচ্ছেন তিনি, প্রশ্ন বিরোধী নেতার। সেইসঙ্গে জিতেন্দ্র বাবু প্রদ্যুৎ কিশোরদের দিল্লিতে গিয়ে দোস্তি এবং রাজ্যে কুস্তি নিয়েও মন্তব্য করেন।

এই দিন তিনি বাংলা ভাষা ইস্যুতে বিজেপি সরকারেরও তীব্র সমালোচনা করেন বলেন, যে ভাষায় আমরা অর্থাৎ ভারতবর্ষের ১৪৪ কোটি মানুষ বাংলা ভাষায় জাতীয় সঙ্গীত গাই, সেই বাংলা ভাষাকে বলছে বাংলাদেশিদের ভাষা বিজেপি আই টি সেলের পধান অমিত মালব্য বলছে বাংলা ভাষা নাম কোন ভাষা-ই নেই।

আর সেই বিজেপি আরএসএস এর সঙ্গে সমাজতা করতে গেছে রাজ্যের ত্রিপা মথা। উল্লেখ্য, গত কিছুদিন ধরে মথা এবং বিজেপির মধ্যে যে পরিস্থিতি চলছে মূলত তাকেই নিশানা করলেন বিরোধী দলনেতা।

Exit mobile version