Site icon janatar kalam

দাবি পূরণ না হলে কর্মবিরতি, আন্দোলনে প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শ্রমিকদের দাবি পূরণের লক্ষ্যে ময়দানে নামল ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ। শুক্রবার সংঘের উদ্যোগে ডেপুটেশন দেওয়া হয় টিএনজিসিএলে । সংবাদ মাধ্যমের সামনে এদিনের কর্মসূচি সম্পর্কে সংগঠনের তরফে জানানো হয় ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ সব সময় শ্রমিকদের স্বার্থে কাজ করে থাকে। দীর্ঘদিন ধরে শ্রমিকরা নানাভাবে অবহেলিত ও বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ।

যার প্রেক্ষাপটে দাঁড়িয়ে শ্রমিকদের স্বার্থ সম্বলিত ৬ দফা দাবি নিয়ে এদিন টিএনজিসিএল এ আধিকারিকদের সাথে মিলিত হয় সংগঠন। যথাসময়ে শ্রমিকদের দাবি পূরণ না হলে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করার কথা জানানো হয়। যে সমস্ত দাবি নিয়ে এদিন আন্দোলন করা হয়, তাদের মধ্যে সমকাজে সমবেতন প্রদান, শ্রমিকদের বেতন স্কেল নির্ধারণ করা প্রভৃতি দাবি গুলি ছিল উল্লেখযোগ্য।

Exit mobile version