জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এডিসিকে আরো শক্তিশালী করে তিপ্রা টেরিটোরিয়েল কাউন্সিলে উন্নীতকরণের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নেডা চেয়ারম্যান হিমন্ত বিশ্ব শর্মার নিকট দাবি জানিয়েছে ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা তথা আইপিএফটি দল। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে আইপিএফটি দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এই সংবাদ জানিয়েছেন। দাবির প্রতি সহমত পোষণ ও দাবি পূরণে আশ্বাস প্রদান করায় আইপিএফটির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।
উত্তর পূর্বাঞ্চল পর্ষদের বৈঠক কে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী ও নেতৃবৃন্দ রাজ্য অবস্থানকালে আইপিএফটি দলের প্রতিনিধিরা তাদের সাথে পৃথক পৃথক ভাবে বৈঠক করে। গত ২১ ডিসেম্বর আইপিএফটির এক প্রতিনিধি দল কেন্দ্রীয় মন্ত্রী ও এনডিএ নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন।
একই দিনে বিজেপির উত্তর পূর্বাঞ্চলের প্রভারী সম্বিত পাত্রার সাথেও দলের প্রতিনিধি দল বৈঠকে মিলিত হয়। ২২ ডিসেম্বর আইপিএফটির এক প্রতিনিধি দল নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স তথা নেডার চেয়ারম্যান তথা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে ও বৈঠক করেন ।স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উত্তর পূর্বাঞ্চলীয় অ্যাডভাইজার একে মিশ্রের সাথেও প্রতিনিধি দল বৈঠকে মিলিত হন।
অপরদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে আইপিএফটির নেতা তথা মন্ত্রি শুক্লাচরণ নোয়াতিয়া সাক্ষাৎ করেন ।এই সমস্ত বৈঠকে আইপিএফটি নেতৃবৃন্দ এডিসিকে আরো ক্ষমতা প্রদান করে তিপ্রা টেরিটোরিয়াল কাউন্সিলকে উন্নীতকরণের দাবি জানান । নেতৃবৃন্দ আগামী ২০২৬ সালের এডিসির সাধারণ নির্বাচনের আগে টিটিসি তথা তিপ্রা টেরিটোরিয়াল কাউন্সিল এর প্রথম সাধারণ নির্বাচনের দাবিও জানান ।
আইপিএফটি নেতৃবৃন্দের এই দাবির প্রতি সহমত পোষণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এই দাবি পূরণে তারা আইপিএফটি নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন ।মঙ্গলবার আইপিএফটি দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে এই সংবাদ জানিয়েছেন ।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের দাবির প্রতি সহমত পোষণ করায় সাংবাদিক সম্মেলনে আইপিএফটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
এদিন সাংবাদিক সম্মেলনে আইপিএফটি নেতৃবৃন্দ জানান ,আগামী ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন মন্ত্রী এন সি দেববর্মার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী দল যথাযথভাবে পালন করবে ।দলের সব কটি বিভাগীয় কমিটির উদ্যোগে এই দিনটি পালন করা হবে ।পাশাপাশি ১ জানুয়ারি আইপিএফটি দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ প্রয়াত এনসি দেব বর্মার সমাধি স্থলে গিয়ে মাল্যদান করবেন এবং তেলিয়ামুড়ার মুঙ্গিয়াকামী কমিউনিটি হলে এক শোক সভায় মিলিত হবেন।