Site icon janatar kalam

দাবি আদায়ে সড়ক অবরোধ যান চালকদের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- একাধিক দাবি নিয়ে জাতীয় সড়ক অবরোধে শামিল হল বাস জীপ চালক সংঘ। বুধবার সকালে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট ১৩ দফা দাবি নিয়ে আসাম আগরতলা ৮নং জাতীয় সড়ক অবরোধে বসে বাস জীপ চালক সংঘের শ্রমিকরা। ১৩ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হল ১৫ কিলোমিটারের অধিক অটো রিস্কা পারমিট বন্ধ করতে হবে, কমলপুর থেকে কোন ধরনের ই- রিক্সা পারমিট ছাড়া যাত্রী বহন করতে পারবে না, COVID 19 চলাকালীন সময় থেকে বর্তমান সময় অব্দি ফিটনেস ও ফাইন এককালীন মুকুব করতে হবে, ২০২৩ বিধানসভা ও ২০২১ টিটিএডিসির নির্বাচনের গাড়ির বকেয়া বিল অবিলম্বে মিটিয়ে দিতে হবে । ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ, কথা বলে অবরোধকারীদের সাথে, কিন্তু অবরোধকারীদের বক্তব্য জেলা শাসক ঘটনাস্থলে না আসলে অবরুদ্ধ তোলা হবে না ।পরবর্তী সময় ঘটনা স্থলে ছুটে আসে ডিসিএম ও মহকুমা পুলিশ আধিকারিক । তাদের আশ্বাসে পথ অবরোধ মুক্ত হয়। আশ্বাস দেওয়া হয়েছে আগামী ২৫ তারিখ তাদেরকে নিয়ে জেলাশাসকের সাথে বৈঠকে মিলিত হবে।

 

Exit mobile version