জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে অল ড্রাইভার ওয়েলফেয়ার এসোসিয়েশন। শুক্রবার সংগঠনের তরফে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ফের সরকারের গোচরে নিলেন নেতৃত্ব তাদের দাবি গুলি।
সংগঠনের নেতৃত্ব শাহজান মিয়া দাবি গুলি তুলে ধরে নিজেদের বক্তব্য পেশ করেন। তাদের ২৯ দফা দাবির মধ্যে রয়েছে ২০ লাখের পরিপক্কতা বীমা ড্রাইভারকে দেওয়া, ড্রাইভারকে ১০ লাখ টাকার দুর্ঘটনা মেডিক্যাল বীমা দেওয়া, বাণিজ্যিক চালকদের পূর্ণ নবিকরণের প্রক্রিয়া প্রতি ৫ বছরের জন্য স্থির করা।
পেশাদার চালক যারা এক দেশ থেকে অন্য প্রদেশে পণ্য পরিবহণ করে তাদের প্রশাসনিক ও পুলিসের চাদাবাজির সাথে হয়রানি বন্ধ করা, জাতীয় মহাসড়ক ও রাজ্যে অ্যাম্বুলেন্স সুবিধা আরও বাড়ানো, চালকদের সন্তানদের শিক্ষার ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রদান সহ বিভিন্ন দাবি তাদের।