জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরকারকে তিন মাস সময় বেঁধে দিল আত্মসমর্পণকারী বৈরীরা। প্রতিশ্রুতি মোতাবেক এখনও অনেক সুযোগ সুবিধা পায়নি ডিপ্রাইড রিটার্নিস মুভমেন্ট কমিটি। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক অমৃত রিয়াং। উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব। সাধারণ সম্পাদক জানান তাদের বহু দাবি পূরণ হয়নি এখনও।
তারা এদিন ৯ দফা দাবি সনদ তুলে ধরেন। রাজ্য সরকারকে তিন মাসের সময় সীমা বেঁধে দেন। এ সময়ে দাবি পূরণ না হলে সংগঠন বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুমকিও দেন অমৃত রিয়াং। তিনি জানান, জনজাতি কল্যাণ দপ্তরের প্রাক্তন মন্ত্রী রামপদ জমাতিয়ার উপস্থিতিতে বৈঠকে নেওয়া সিদ্ধান্ত এখনও কার্যকর হয়নি।
তাদের দাবির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, পাওয়ার টিলার, রাবার প্ল্যান্টেশন, যাদের নামে মামলা রয়েছে টা প্রত্যাহার করা সহ বিভিন্ন দাবি তাদের। আত্মসমর্পণকারী বৈরীদের শিশুদের লেখাপড়ার বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছিল এরও কোন কিছু হয়নি।