Site icon janatar kalam

দলীপ ট্রফির জন্য পূর্ব অঞ্চলের দল ঘোষণা, দলে টি সি এ থেকে শ্রীদাম!

জনতার কলম ওয়েবডেস্ক :- ২০২৫ সালের দলীপ ট্রফির জন্য পূর্ব অঞ্চলের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এই দলের নেতৃত্ব ভারতীয় দলের বাইরে থাকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঈশান কিষাণের হাতে তুলে দেওয়া হয়েছে, অন্যদিকে অভিজ্ঞ ব্যাটসম্যান অভিমন্যু ঈশ্বরণকে সহ-অধিনায়ক করা হয়েছে।

দলে বেশ কয়েকজন উল্লেখযোগ্য খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ শামি, আকাশ দীপ, যিনি সম্প্রতি ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় টেস্ট দলে অন্তর্ভুক্ত হয়েছেন, এবং তরুণ প্রতিভাবান রিয়ান পরাগ। এছাড়াও, বিহারের ১৪ বছর বয়সী অনূর্ধ্ব-১৯ খেলোয়াড় বৈভব সূর্যবংশীকে ছয়জন স্ট্যান্ডবাই খেলোয়াড়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পূর্বাঞ্চলের পূর্ণ স্কোয়াড: খেলোয়াড়: ইশান কিষাণ (অধিনায়ক), অভিমন্যু ইশ্বরন (সহ-অধিনায়ক), সন্দীপ পট্টনায়েক, বিরাট সিং, দানিশ দাস, শ্রীদাম পল, শরনদীপ সিং, কুমার কুশাগরা, রিয়ান পরাগ, উৎকর্ষ সিং, মনীষী, সুরজ সিন্ধু জয়সওয়াল, মুকেশ কুমার, আকাশ কুমার, আকাশ। স্ট্যান্ডবাই খেলোয়াড়: মুখতার হুসেন, আশির্বাদ সোয়াইন, বৈভব সূর্যবংশী, স্বস্তিক সামল, সুদীপ কুমার ঘরামি, রাহুল সিং।

Exit mobile version