Site icon janatar kalam

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের মুখোমুখি নিউজ়িল্যান্ড

LAHORE, PAKISTAN - MARCH 05: Kane Williamson of New Zealand bats watched by South Africa wicketkeeper Heinrich Klaasen during the ICC Champions Trophy 2025 semi final between South Africa and New Zealand at Gaddafi Stadium on March 05, 2025 in Lahore, Pakistan. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

জনতার কলম ওয়েবডেস্ক :- বুধবার দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। পাকিস্তানের লাহোরে বুধবার প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে নিউ জিল্যান্ড করে টুর্নামেন্টএর রেকর্ড ৩৬২ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩১২ রান তুলতে পারে। 

উল্লেখ্য, বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৪৮ রানের জুটি করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার উইল ইয়াং ও রাবিন্দ্রা। ১৩ চার ও এক ছক্কায় ১০১ বলে ১০৮ রানের ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটসম্যান। পরে হাত ঘুরিয়ে এইডেন মার্করামের গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। ম্যাচ-সেরার পুরস্কার ওঠে তার হাতেই।

সাথে ১০ চার ও ২ ছক্কায় ৯৪ বলে ১০২ রান করেন অভিজ্ঞ ব্যাটসম্যান উইলিয়ামসন। এই সংস্করণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার টানা তৃতীয় সেঞ্চুরি এটি। এই দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ১৬৪ রান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেকোনো উইকেটে নিউ জিল্যান্ডের যা সর্বোচ্চ।

এর বাইরে ৪৯ রান করে নেন ড্যারিল মিচেল (৩৭ বলে) ও গ্লেন ফিলিপস (২৭ বলে)। ১৬ রানের সংযুক্তি ছিল মাইকেল ব্রাসওয়েলের ব্যাট থেকে। এতেই ৩৬২ রানের বিশাল সংগ্রহ দাঁড়ায় নিউজিল্যান্ডের।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই রায়ান রিকেলটনকে হারায় দক্ষিণ আফ্রিকা। ১২ বলে ১৭ রানের বেশি করতে পারেননি তিনি। আক্রমণাত্মক খেলতে গিয়ে দলীয় ২০ রানেই সাজঘরে ফেরেন এই ওপেনার। তবে আরেক ওপেনার টেম্বা বাভুমা পান ফিফটির দেখা। এরপর আর বেশিদূর এগোতে পারেননি। ৭১ বলে করেন ৫৬ রান।

রানের দেখা পান তিনে নামা রাসি ফন ডার ডাসেনও। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন তিনি। তবে কাটা পড়েন ৬৯ রানে। ৬৬ বলের তার ইনিংসটি ছিল বেশ কার্যকরী। তবে এইডেন মার্করাম-হেনরিখ ক্লাসেনরা দ্রুত সাজঘরে ফিরলে পথ হারায় দল।

শেষদিকে ডেভিড মিলার একাই চেষ্টা করেন। পান দুর্দান্ত এক সেঞ্চুরি। কিন্তু ঝড় তুলেও যেন তা বিফলে যায়। কিউইদের রানের পাহাড় টপকানো সম্ভব হয়নি। তার ৬৭ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস কেবলই হারের ব্যবধান কমায়।

Exit mobile version