জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভয়-ভীতি, সন্ত্রাস, বিরোধীদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দিয়ে গত পঞ্চায়েত নির্বাচনে প্রায় নব্বই শতাংশ পঞ্চায়েত বিনা লড়াইয়ে দখল করেছে শাসক দল। মঙ্গলবার ফের এই অভিযোগ করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে হয় কংগ্রেসের সাংগঠনিক বৈঠক।
উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ছাড়াও বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রাক্তন মন্ত্রী মনিন্দ্র রিয়াং, কর্মচারী নেতা শান্তি রঞ্জন দেবনাথ সহ অন্যরা। বৈঠকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা হয়। বৈঠকে ছিলেন প্রদেশ কংগ্রেসের বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ,জেলা সভাপতি, বিভিন্ন বিভাগ, সেল ও শাখা সংগঠনের পদাধিকারীরা।
বৈঠকে আশিস বাবু জানান রাজ্য নির্বাচন কমিশনারের কাছে দাবি জানানো হবে প্রার্থীরা যাতে নির্ভয়ে মনোনয়ন পত্র জমা দিতে পারেন সেজন্য অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা করার। তিনি অভিযোগ করেন,ত্রিপুরা রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মত পরিবেশ নেই। গত পঞ্চায়েত নির্বাচনে নব্বই শতাংশ আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছিল।
ভয় ভীতি সন্ত্রাসে বিরোধীদের মনোনয়ন জমা করতে বাধা সৃষ্টি করার ফলেই এই জয় এসে ছিল বিজেপির বলে মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন আধা সামরিক বাহিনী দিয়ে যেন নির্বাচন সম্পন্ন করা হয়। নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে প্রদেশ কংগ্রেস প্রস্তুত। বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা হলে তা পরে জানানো হবে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।