জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরাকে মডেল রাজ্য হিসেবে তৈরি করা একা সম্ভব নয়। সমস্যা এলে উত্তরণের জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। ত্রিপুরা রাজ্যকে মডেল রাজ্য করার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার পরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর সামনে বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এর মাধ্যমে বহু অজানা বিষয় জানতে পারেন মানুষ। এই রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১১৩ তম মন কি বাত অনুষ্ঠান। এদিন রাজধানীর বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে দলের কার্যকর্তাদের সাথে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ছাড়া প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা।
এদিন মন কি বাত শোনার পরে মুখ্যমন্ত্রী বলেন, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত করার জন্য আত্ম বলিদান দিয়েছিলেন ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়। দেশের বর্তমান প্রধানমন্ত্রী জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত করে দেখিয়েছেন। মুখ্যমন্ত্রী সম্প্রতি বন্যা পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, রাজ্যে এইবার সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। পরিস্থিতি মোকাবিলা করার জন্য অফিসাররা দিনরাত এক করে কাজ করেছেন। আগে বলা হত অফিসাররা কথা শুনে না। কিন্তু বাস্তবে ত্রিপুরা রাজ্যে অফিসাররা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।