Site icon janatar kalam

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ফলাফলে সেমিস্টারের প্রায় ৬০ শতাংশ পড়ুয়া ফেল করার প্রতিবাদে পথ অবরোধে শিক্ষাত্রীরা 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ক্ষোভ উগরে আন্দোলনে পড়ুয়ারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ। বুধবার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলকে কেন্দ্র করে আন্দোলনে নামেন পরীক্ষায় অকৃতকার্য হওয়া বিভিন্ন কলেজের পড়ুয়ারা। এদিন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধে বসে ক্ষুব্ধ ছাত্র ছাত্রীরা।

জানা গেছে প্রথম সেমিস্টারের প্রায় ৬০ শতাংশ পড়ুয়া ফেল করার প্রতিবাদে এই পথ অবরোধ। দীর্ঘ ৩-৪ ঘন্টা ধরে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে এই অবরোধ চলে।জাতীয় সড়কে এই অবরোধের ফলে আটকে পড়ে বহু যানবাহন।

ভোগান্তির শিকার হন যাত্রী সাধারণ সহ পথচলতি লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিস বাহিনী। অবশেষে রাস্তা অবরোধ উঠলেও ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়। দাবি জানায় তাদের সবাইকে পাস করাতে হবে। নাহলে আন্দোলনের গতি আরও বাড়বে।

 

 

Exit mobile version