Site icon janatar kalam

ত্রিপুরা বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠে স্বাভাবিক অবস্থায় ফিরতে পাঁচ কোটি টাকার আর্থিক সহযোগিতা আসাম সরকারের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা রাজ্যের বন্যা পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অন্যান্য রাজ্য, এমনকি ত্রিপুরা রাজ্যের এই ভয়াবহ পরিস্থিতিতে দেশের প্রধানমন্ত্রীও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ত্রিপুরা রাজ্যের জন্য অরুণাচল প্রদেশ ছত্রিশগড়ের পর এবার এগিয়ে এলো আসাম।

ত্রিপুরা যেন বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে তার জন্য পাঁচ কোটি টাকার আর্থিক অনুদান প্রদান করলেন আসাম সরকার, রবিবার আসাম জনগণের সংহতি এবং সমর্থনের প্রতীক জয়ন্ত মল্ল বরুয়া দ্বারা পাঁচ কোটি টাকার চেক রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার হাতে তুলে দেওয়া হল।

এদিন মুখ্যমন্ত্রী বন্যার সম্মুখীন হওয়া চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে আসাম সরকারের অবদান অনেক দূর এগিয়ে যাবে বলে আশা ব্যাক্ত করেন এবং আসামের মুখ্যমন্ত্রীর উদারতা এবং সমবেদনার জন্য আসাম সরকারের মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।

 

 

Exit mobile version