জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেব্বর্মার সমর্থনে রাইমাভ্যালিতে আয়োজিত হয় এক নির্বাচনী জনসভা। এদিনের সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব এবং তিপ্রামথা চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেব্বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের সভায় বিপ্লব কুমার দেব বক্তব্য রাখতে গিয়ে সিপিএম ও মানিক সরকারকে এক হাত নিয়েছেন তিনি বলেন ত্রিপুরার জাতি জনজাতিদের শত্রু কমিউস্ট ও কংগ্রেস।
তাছাড়া ত্রিপুরায় সিপিএমের কোনো অস্তিত্ব নেই। কেননা ২০২৪ লোকসভা নির্বাচনে রাজ্যবাসী কমিউনিস্টের কোমর ভেঙে দেবে। পাশাপাশি এদিন পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে তিনি বলেন যে পশ্চিম লোকসভা আসনে ত্রিপুরার ৪ বারের মুখ্যমন্ত্রী মানিক সরকার হাত চিহ্নে ভোট দিয়েছেন কিনা কৌতুহলী রাজ্যবাসী তা জানতে চাইছেন।
তাঁর মতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নোটাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে। এদিনের জনসভায় জনজাতি মা বোনেদের উপস্থিতি ছিল লক্ষনীয়।