জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৯৭৫ সাল থেকে আইসিডিএস প্রকল্প ভারতে চালু হয়। এই প্রকল্পে কাজ করছেন দেশে প্রায় ২৩ লাখ ৭১ হাজার ২০৩ জন কর্মী-সহায়িকা। এটা ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত হিসেব। ত্রিপুরায় রয়েছে ১৯,৭৪৮ জন অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকা। তাদের মজুরি খুবই কম। মা-শিশুদের দেখভালের জন্য বিশাল কাজ করে আসছেন অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকারা।
এই কর্মীদের গ্র্যাচুইটি দেওয়ার জন্য ২০২২ সালে সুপ্রিম কোর্ট রায় দেয়। কিন্তু এই রায় কার্যকর করার জন্য বিজেপি সরকারের যে উদ্যোগ নেওয়া দরকার ছিল তা গ্রহণ করেনি। পরে ত্রিপুরায় অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকারা ত্রিপুরা হাইকোর্টে একটি মামলা করেন। উচ্চ আদালত মামলাকারীদের পক্ষে রায় দেন। অভিযোগ এক মাস অতিক্রান্ত হয়ে গেলেও রাজ্য সরকার এখনও অঙ্গনওয়ারি কর্মী- সহায়িকাদের গ্র্যাচুইটি কার্যকর করছে না।
তাই রাজ্য সরকারের কাছে সি আই টি ইউ অনুমোদিত ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকা সংগঠন আবেদন জানায় এই রায় দ্রুত কার্যকর করার। রবিবার সংগঠনের তরফে সাংবাদিক সম্মেলন করা হয় সি আই টি ইউ রাজ্য দপ্তরে। উপস্থিত ছিলেন সি আই টি ইউর রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটির নেত্রী জয়া বর্মণ, অঙ্গনওয়াড়ি কর্মী সংগঠনের সভানেত্রী সহ অন্যরা।