Site icon janatar kalam

ত্রিপুরার আগরতলায় জিবিপি হাসপাতালে সাফল্যের সহিত সম্পন্ন হল বিরল হার্টের অপারেশন   

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চিকিৎসা ক্ষেত্রেও রাজ্যে উন্নতির চিত্র সামনে আসছে। সম্প্রতি আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জি বি পি হাসপাতালের কার্ডিও থোরাসিক বিভাগে বিরল শল্য চিকিৎসা করা হল। বৃহস্পতিবার জি বি পি হাসপাতালে এক সাংবাদিক সম্মেলনে তা তুলে ধরা হয়। এদিন হাসপাতাল সুপার ডাঃ শঙ্কর চক্রবর্তী জানান হাসপাতালে এই বিভাগ চালু হবার পর থেকে একের একের পর এক সফল ভাবে জটিল অস্ত্রোপচার করা হচ্ছে। এ প্রসঙ্গে হাসপাতালের কার্ডিও থোরাসিক বিভাগের প্রধান ডাঃ কনক নারায়ন ভট্টাচার্য জানান সম্প্রতি আয়ুস্মান যোজনায় মোহনপুরের একজন ষাট বর্ষীয়ার সফল ভাবে ওপেন হার্ট সার্জারি করা হয়। কিন্তু এই অপারেশন খুবই বিরল। যে সার্জারি করা হয় এর মধ্যে টিস্যু ভাল্ভ ব্যবহার করা হয়েছে যা খুব বেশি দিন হয় নি ভারতে এসেছে। পূর্ব ভারতের বেসরকারি হাসপাতালে হাতে গুনা কয়েকটি এমন অপারেশন হয়েছে। উত্তর পূর্ব ভারতে প্রথম, এমন কি পূর্ব ভারতের কোন সরকারি হাসপাতালে এই ধরনের বিরল হার্টের অপারেশন এই প্রথম রাজ্যের জিবিপি হাসপাতালে হয়েছে। আয়ুস্মান যোজনায় সম্পূর্ণ বিনামুল্যে এই অপারেশন করা হয়। যেখানে বেসরকারি ভাবে এই চিকিৎসা করতে কম করেও ১০ লক্ষাধিক টাকার প্রয়োজন হত সে জায়গায় এই অপারেশনের যাবতীয় খরচ এর মধ্যেই হয়ে গেছে। বর্তমানে চিকিৎসাধীন রোগী সম্পূর্ণ সুস্থ রয়েছেন।ছয় ঘন্টা ব্যাপি এই বিরল অপারেশন করেন ১২ জনের একটি টিম। এই সাংবাদিক সম্মেলনে এদিন হাসপাতাল সুপার ডাঃ শঙ্কর চক্রবর্তী, ডাঃ কনক নারায়ন ভট্টাচার্য, ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি এম এস ও অন্যান্য চিকিৎসক এবং টেকনিশিয়ানরাও।

Exit mobile version