জনতার কলম আগরতলা প্রতিনিধি:- ত্রিপুরা রাজ্যের স্কুল ইউনিফর্ম নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠলো যুব কংগ্রেস ও এনএসইউআইয়ের তরফ থেকে। সম্প্রতি রাজ্য সরকারের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যার মাধ্যমে বলা হয়েছে, সমস্ত বিদ্যাজ্যোতি, পিএম শ্রী এবং অন্যান্য সরকারি স্কুলের জন্য পৃথক পৃথক ইউনিফর্ম নির্ধারণ করা হবে। তবে অভিযোগ, বিজ্ঞপ্তি প্রকাশের আগেই রাজ্য সরকার গুজরাটের একটি কোম্পানি মফতলালকে তিন রকমের স্কুল ইউনিফর্ম তৈরির জন্য টেন্ডার দিয়েছে।
শুক্রবার কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই গুরুতর দুর্নীতির অভিযোগ তুলে ধরেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহা এবং এনএসইউআইয়ের তরফে আমির হোসেন। তারা বলেন, “শিক্ষার আড়ালে সরকার ব্যবসায়িক স্বার্থ জড়িত। বিদ্যাজ্যোতির নামে প্রতিনিয়ত শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে। এখন স্কুল ইউনিফর্মের নামে এই দুর্নীতি আরও গভীর রূপ নিতে চলেছে।”
তাদের দাবি, এই সিদ্ধান্ত একটি বিশাল কাণ্ডজ্ঞানহীন পদক্ষেপ, যা শুধুমাত্র নির্দিষ্ট কোম্পানির স্বার্থে করা হয়েছে। যুব কংগ্রেস ও এনএসইউআই সরকারকে সঠিকভাবে তদন্ত করার এবং এই অনৈতিক কার্যক্রম বন্ধ করার দাবি জানান। পাশাপাশি, রাজ্যের সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষাঙ্গনের অংশগ্রহণে এই দুর্নীতির বিরুদ্ধে বৃহৎ আন্দোলনে নামার ঘোষণা দেওয়া হয়।
নীল কমল সাহা বলেন, “শিক্ষার পরিবেশ থেকে দূরে এই ধরণের কেলেঙ্কারিকে আমরা কখনো সহ্য করবো না। সমস্ত ছাত্রছাত্রীকে আমরা আহ্বান জানাচ্ছি যেন তারা এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন।”এদিকে, বিষয়টি নিয়ে সরকার থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ছাত্র সমাজ ও রাজনৈতিক নেতারা বিষয়টিতে নজর রেখে তড়িৎ পদক্ষেপ আশা করছেন।