জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে খেলার মাঠের ভূমিকা রয়েছে। শারীরিক ও মানসিক ভাবে উন্নতি করতে হলে পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতেও খেলাধুলার ভূমিকা রয়েছে। আজ দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে দক্ষিণ ত্রিপুরা নেশামুক্ত সুপার লিগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা একথা বলেন। ‘চলো খেলি এবং ড্রাগসকে না বলি’ এই শ্লোগানকে সামনে রেখে বিলোনীয়ার বি কে আই ফুটবল মাঠে এই প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নেশার কুফল সম্পর্কে জনগণকে সচেতন করতে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন কর্তৃক এই ফুটবল প্রতিযোগিতার উদ্যোগকে সাধুবাদ জানান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস, বিধায়ক মইলাহু মগ, বিধায়ক স্বপ্না মজুমদার, পুলিশ সুপার আকাশ কুমার সিনহা।