জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার জনতা কমিউনিস্টকে জামিনে রেখেছে। ত্রিপুরায় কংগ্রেস ও কমিউনিস্টের কারণে হাজারো মহিলা ধর্ষিতা হয়েছেন। হাজারো লোক খুন হয়েছেন। মানুষ বাড়িঘর ছাড়া হয়েছেন। সোমবার রাজধানীতে পৃষ্ঠাপ্রমুখ সম্মেলনে এই অভিযোগ করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেব।
এদিন রাজনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে হয় পৃষ্ঠাপ্রমুখ সম্মেলন।আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব ও রামনগর বিধানসভার উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার এর সমর্থনে হয় পৃষ্টাপ্রমুখ সন্মেলন।
এতে উপস্থিত ছিলেন পশ্চিম এিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, রামনগর উপনির্বাচনে মনোনীত প্রার্থী দীপক মজুমদার, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বক্সনগর বিধানসভার বিধায়ক তফাজ্জল হোসেন, প্রদেশ বিজেপি সহ-সভানেত্রী পাপিয়া দত্ত সহ বিজেপি অন্যান্য নেতৃত্ব।
আলোচনা করতে গিয়ে কংগ্রেস সিপিএম এর জোটের সমালোচনা করেন বিপ্লব দেব। তিনি বলেন, ১৪০ কোটি ভারতবাসী নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছেন। বিপ্লব বাবু দলীয় কার্যকর্তাদের কাছে আহ্বান রাখেন প্রতিটি সিপিএম পরিবারের আশীর্বাদ পেতে তাদের কাছে যাওয়ার জন্য।
তিনি অভিযোগ করেন অবৈধ ভাবে কমিউনিস্টরা চাকরি দিয়েছিল ১০৩২৩-র। এরা সকলে সিপিএম এর ক্যাডার। এই চাকরি গুলি চলে যাবে জানার পরেও সিপিএম দিয়েছে বলে অভিযোগ। তবু বিজেপি ক্ষমতায় আসার পরে তাদের চাকরি রাখার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেন বলে দাবি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
এদিকে সভায় মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, তিপ্রা মথার সঙ্গে জোট হয়েছে ২০২৮ সাল পর্যন্ত নয়, আগামী ২০৫০ পর্যন্ত যাতে থাকে এই জোট এই লক্ষে করা হয়েছে। তাতেই চিন্তিত কমিউনিস্ট ও কংগ্রেসের বন্ধুরা। এদিনের সম্মেলনে ব্যাপক সংখ্যক নারী- পুরুষ অংশ নেন।