Site icon janatar kalam

ত্রিপুরায় প্রথমবার মেংগোস্টিন, রামবুটান ও অ্যাভোকাডো চাষ শুরু

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- ত্রিপুরায় কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত খুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর। কৃষিমন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, প্রথমবারের মতো রাজ্যে মেংগোস্টিন, রামবুটান ও অ্যাভোকাডো চাষ শুরু হয়েছে। নাগিছড়ার উদ্যান গবেষণা কেন্দ্রে পরীক্ষামূলকভাবে এসব ফলের চাষ চলছে। এছাড়া কিউই, ব্লুবেরি ও ব্ল্যাকবেরি চাষেরও পরিকল্পনা নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে ৪৬ হেক্টর জমিতে অ্যাভোকাডো চাষ হচ্ছে। পাশাপাশি আলু উৎপাদনে রাজ্য সরকার ২০২৮–২৯ সালের মধ্যে সম্পূর্ণ স্বনির্ভরতা অর্জনের লক্ষ্য নিয়েছে। বর্তমানে ২৩,৭৪৬ জন কৃষক ৭,৬২২ হেক্টর জমিতে আলু চাষ করেন। এ বছর প্রায় ২,৫১২ কানি জমিতে এআরসি পদ্ধতিতে আলু চাষ করা হবে।

এছাড়া জামপুই পাহাড়ের সুপারি চাষিদের ক্ষতি পূরণে কৃষি দপ্তর থেকে ব্যাটারি চালিত স্প্রে মেশিন, কীটনাশক ও অন্যান্য সামগ্রী সরবরাহ করা হয়েছে।

👉 রাজ্যের কৃষিক্ষেত্রে এই পদক্ষেপগুলির ফলে কৃষকদের আয় বৃদ্ধি ও চাষাবাদে বৈচিত্র্য আসবে বলে আশা করছে সরকার।

 

 

Exit mobile version