জনতার কলম আগরতলা প্রতিনিধি :-জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে আজ আগরতলার উমাকান্ত একাডেমী স্কুল চত্বরে ছিল উৎসবের আবহ। সকালেই সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। তাঁর সঙ্গে ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা এবং বিজেপি-র অন্যান্য রাজ্য নেতৃত্ব। 

শোভাযাত্রায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “জনজাতিদের নিয়ে দেশের চিন্তাধারায় যে ইতিবাচক পরিবর্তন এনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অনগ্রসর জনজাতি অধ্যুষিত অঞ্চলগুলিকে উন্নয়নের মূলধারায় আনার যে উদ্যোগ তিনি নিয়েছিলেন, ত্রিপুরা সরকার সেই পথেই নিরলসভাবে কাজ করে চলেছে।” তিনি আরও জানান, রাজ্যের জনজাতি এলাকার শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে গত কয়েক বছরে সরকার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি উমাকান্ত একাডেমী থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। হাজারো মানুষের উপস্থিতিতে শোভাযাত্রা এগিয়ে চলে এবং রবীন্দ্র ভবনের সামনে গিয়ে এর সমাপ্তি ঘটে।
জনজাতি সমাজের ঐতিহ্য, সংস্কৃতি ও সংগ্রামের ইতিহাস স্মরণে আয়োজিত এই কর্মসূচিকে কেন্দ্র করে আজ রাজধানীজুড়ে ছিল অন্যরকম উদ্দীপনা।