জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবৈধভাবে সড়ক পথে ভারতে অনুপ্রবেশ অব্যাহত বাংলাদেশী নাগরিকদের। ফের অবৈধ ভাবে ত্রিপুরায় এসে কাজের সন্ধানে পাঞ্জাবে যাওয়ার পথে গ্রেপ্তার তিনজন। তাদের মধ্যে একজন মহিলা। ঘটনা বুধবার বিকেলে। এদিন গোপন খবরের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিসের কাছে খবর আসে রাজধানীর চন্দ্রপুর আইএসবিটিতে সন্দেহভাজন তিনজন ঘোরাফেরা করছে।
এই খবর পেয়ে ছুটে যায় পুলিস। আটক করে এক মহিলা সহ তিনজনকে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিস প্রাথমিক ভাবে জানতে পারেন তাদের তিনজনের বাড়ি বাংলাদেশে। তারা বুধবারই অবৈধভাবে সোনামুড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে। তারা কাজের সন্ধানে পাঞ্জাব যাওয়ার জন্য রেল স্টেশনে যায়। কিন্তু কোন ট্রেন না থাকায় তারা চন্দ্রপুর আই এস বি টিতে আসে সড়ক পথে যাওয়ার জন্য। তখনই ধরা পড়ে।
একথা জানান পূর্ব আগরতলা থানার ওসি। তাদের কাছ থেকে উদ্ধার হয় ভারতীয় ও বাংলাদেশী কিছু টাকা। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হয়। পুলিসের তরফে দুইজন পুরুষ লোককে রিমান্ডের আবেদন জানিয়ে পেশ করা হয়। অবৈধভাবে কোন দালালের মাধ্যমে তারা এদেশে এসেছে তা জানতে পুলিস রিমান্ডের আবেদন জানায়।