Site icon janatar kalam

ত্রিপুরাতে নারী নির্যাতন ও নারী ধর্ষণের প্রতিবাদে বাঙালি মহিলা সমাজের বিক্ষোভ কর্মসূচি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমান সময়ে শিশু থেকে বৃদ্ধা সকলেই মানব রূপী নর পিশাচদের কাছ থেকে সুরক্ষিত নয়। অভিযোগ প্রতিনিয়ত রাজ্য ঘটে যাচ্ছে নারী নির্যাতন। লোক লজ্জার ভয়ে অনেক নির্যাতিতারা মুখ খুলেন না। শনিবার ত্রিপুরাতে নারী নির্যাতন ও নারী ধর্ষণের প্রতিবাদে বাঙালি মহিলা সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয়।

নেত্রিত্ব জানান রাজ্যে মেয়েদের উপর ঘটে যাওয়া অত্যাচারের প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি।যারা নারীদের উপর অমানবিক অত্যাচার করে সেই সব পাষন্ডদের উপযুক্ত শাস্তি প্রদান করার দাবি জানান তারা। পরবর্তী সময় যাতে কোন ধর্ষক ফের এই ধরনের অপরাধ করতে শতবার ভাবে। নারীর শ্লীলতাহানি, ধর্ষণ,খুন,ও নারী পাচার রোধে কঠোর আইন বলবৎ সহ অপরাধীদের উপযুক্ত শাস্তি দাবি জানান বাঙালি মহিলা সমাজের সদস্যারা।

 

 

Exit mobile version