জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ৭০ তম অখিল ভারত সমবায় সপ্তাহ ২০২৩ উপলক্ষে মঙ্গলবার আগরতলায় এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। ত্রিপুরা সরকারের সমবায় দপ্তর এবং ত্রিপুরা সমবায় ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনা চক্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, গোমতী কোপারেটিভ মিল্ক সোসাইটির চেয়ারম্যান রতন ঘোষ, মারফেডের চেয়ারম্যান অভিজিত দেব, আইতোরমার চেয়ারম্যান টুটন দাস, ত্রিপুরার সমবায় ব্যাংকের চেয়ারম্যান কমল কান্তি সেন প্রমূখ। আগরতলা টাউন হলের বাইরে ত্রিপুরার স্টেট কোঅপারেটিভ ব্যাংকের একটি মোবাইল এটিএম ভ্যানের আনুষ্ঠানিক যাত্রা করে এদিনের কর্মসূচি সূচনা করেন মুখ্যমন্ত্রীসহ উপস্থিত অন্যান্য অতিথিরা। সবুজ পতাকা নেড়ে অতিথিরা এই ভ্যানটির যাত্রা শুরু করান। এটি রাজ্যের গোমতী জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষকে এটিএম পরিষেবা প্রদান করবে। পাশাপাশি অনুষ্ঠান মঞ্চে দুটি সমবায় সমিতির হাতে মাইক্রো এটিএম মেশিন তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা বলেন, এই আলোচনা চক্রের মূল উদ্দেশ্য হচ্ছে বিগত দিনে আমরা কি কি কাজ করেছি। এই কাজগুলো করতে গিয়ে কি কি ভুল ত্রুটি হয়েছে তা নিয়ে পর্যালোচনা করা এবং আগামী দিনে যাতে আরো ভালোভাবে কাজকর্ম করা যায় এই বিষয়ে গুরুত্ব দেওয়া। কাজ করতে গিয়ে যে সকল সাফল্য এসেছে এগুলোকে কি করে আরো ভালো ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। রাজ্যের যে সকল মানুষ এই সকল সমবায়ের সঙ্গে জড়িত রয়েছে তারা যদি নিজেরা আগ্রহী হয়ে কাজ না করেন তাহলে এই দিনটিতে শুধুই পর্যালোচনা করা হবে, এর বাইরে তেমন কিছু হবে না, কোন উপকার এই আসবে না এই আলোচনা। এবছরের মূল ভাবনা হচ্ছে পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এবং স্থায়ী উন্নয়নের জন্য সমবায়ের ভূমিকা। এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, আলোচনা চক্রে বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের বর্তমান সরকার সমবায়ের মাধ্যমে মানুষের উন্নয়নে গুরুত্ব দিয়েছে। সমবায়ের সঙ্গে যুক্ত মানুষরাও যাতে এর সুফল ব্যবহার করে লাভবান হতে পারেন সেদিকে তাদের নজর দিতে হবে। বর্তমান সরকার সকল মানুষের কল্যাণে কাজ করছে। এদিনের এই আলোচনা চক্রে রাজ্যের বিভিন্ন এলাকার নানা সমবায়ের সঙ্গে জড়িত লোকজন অংশ নিয়ে ছিলেন।