Site icon janatar kalam

তেরো বছরে কোটি টাকার মালিক বৈভব সূর্যবংশী

জনতার কলম ওয়েবডেস্ক :- সোমবার আইপিএলের মেগা নিলামে ১.১ কোটি টাকায় বৈভব সূর্যবংশীকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। তাঁর বেস প্রাইস ছিল ৩০ লাখ টাকা। তারপর তাঁকে নিয়ে রীতিমতো লড়াই হয়। দিল্লি ক্যাপিটালসকে বিডিং ‘যুদ্ধে’ হারিয়ে বৈভবকে দলে নেন রাহুল দ্রাবিড়রা।

যেদিন কোটিপতি হলেন বৈভব, সেদিন তাঁর বয়স হল ১৩ বছর ২৪৩ দিন। আর সেই বয়সের দিকে তাকিয়ে বিশেষজ্ঞরা হতবাক হয়ে গিয়েছেন। আইপিএলের সরকারি সম্প্রচারকারী জিয়ো সিনেমায় ভারতের প্রাক্তন তারকা রবিন উথাপ্পা দাবি করেছেন, প্রাথমিকভাবে সোশ্যাল মিডিয়ায় এক খুদের ভিডিয়ো ঘুরতে দেখেছিলেন। এত সুন্দরভাবে খেলছেন দেখে অবাক হয়ে গিয়েছিলেন। আর তারপর ওই খুদের বিষয়ে জানতে পারেন।

সেই খুদে আজ আইপিএলে ১.১ কোটি টাকায় দল পেলেন। যিনি মাসদেড়েক আগেই অস্ট্রেলিয়ার যুব টেস্টে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে শতরান হাঁকানোর নজির গড়েছিলেন। সেই যুব টেস্টে ৬২ বলে ১০৪ রান করেন। সেইসঙ্গে গড়ে ফেলেন ইতিহাস। প্রতিযোগিতামূলক ক্রিকেটের ১৭০ বছরের ইতিহাসে তিনি সর্বকনিষ্ঠ শতরানকারী হওয়ার নজির গড়েন। যখন সেই শতরান করেন, তখন তাঁর বয়স ছিল ১৩ বছর ১৮৮ দিন।

শুধু তাই নয়, অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে মাত্র ৫৮ বলে শতরান পূরণ করে আরও একটি নজির গড়ে ফেলেন বৈভব। মইন আলির পরে এই পর্যায়ের ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম শতরানের মালিক। ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার ৫৬ বলে শতরান করেছিলেন। তাঁর থেকে দু’বল বেশি লেগেছিল বৈভবের। যিনি আদতে পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য বিহারের সমস্তিপুরের ছেলে।

ইতিমধ্যে রঞ্জি ট্রফিতে অভিষেক হয়ে গিয়েছে বৈভবের। ২০২৩-২৪ সালের রঞ্জি ট্রফিতে প্রথম ম্যাচ খেলেছেন। সেইসময় তাঁর বয়স ছিল। কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে রঞ্জিতে খেলার নজিরও রয়েছে তাঁর ঝুলিতে। ভেঙে দেন যুবরাজ সিং (১৫ বছর ৫৭ দিন) এবং সচিন তেন্ডুলকরের (১৫ দিন ২৩০ দিন) রেকর্ড।

Exit mobile version