জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিধানসভার দ্বিতীয় দিন উত্তাল। বিরোধীরা বিক্ষোভ দেখিয়ে ওয়াকআউট করেন। বৃহস্পতিবার অধিবেশনের শুরুতে উত্তাল হয়ে উঠে বিধানসভা। কেন্দ্রে তৃতীয় বারের মতো বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার প্রতিষ্ঠা হওয়ায় রাজ্য বিধানসভার পক্ষ থেকে অভিনন্দন বার্তা জানানো হয়।
এই অভিনন্দন বার্তার বিরোধিতা করে বিরোধীরা। বিরোধী বেঞ্চের সদস্যরা রীতিমতো ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। একসময় বিরোধী বেঞ্চের সদস্যরা অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করেন। কিছু সময়ের জন্য সভা উত্তাল হয়ে উঠেছিল।