Site icon janatar kalam

তীব্র তাপপ্রবাহে জলের সংকটে ভোগছেন  জাঙ্গালিয়ার পশ্চিম পাড়ার এলাকার লোকেরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তীব্র তাপপ্রবাহে নাজেহাল মানুষ। প্রতিদিন পারদের ঊর্ধ্বগতি। গ্রীষ্মের এই দাবদাহে নাজেহাল আমজনতা। অসহনীয় এই গরমের মধ্যে জলের হাহাকার। অভিযোগ জলের উৎস থাকা সত্ত্বেও তিনদিন ধরে মিলছে না পানীয় জল। ফলে জল সমস্যায় বিশালগড় মহকুমার জাঙ্গালিয়ার পশ্চিম পাড়ার লোকজনের। স্থানীয় মানুষের অভিযোগ তিনদিন ধরে মিলছে না পাইপে জল।

তারা জানান পাইপ ফেটে যাওয়ায় জল মিলছে না। পঞ্চায়েত প্রতিনিধিদের জানানো হলেও এখনও সারাই হয়নি। তবে প্রতিশ্রুতি দিয়েছে সারাইয়ের। প্রখর রোদে জলের জন্য বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে অন্যত্র থেকে জল সংগ্রহ করতে হচ্ছে জাঙ্গালিয়া পশ্চিম পাড়ার লোকজনকে। এতে কষ্ট পোহাতে হচ্ছে মহিলা সহ বৃদ্ধদের। স্থানীয়দের দাবি দ্রুত জল সমস্যা লাঘবের।

Exit mobile version