Site icon janatar kalam

তিপ্রা মথা ও বিজেপি দল ত্যাগ করে ১৪পরিবারের ৬১জন ভোটার কংগ্রেস দলে যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলতি বছরেই এ ডি সি ভিলেজ কমিটির নির্বাচন হওয়ার সম্ভাবনা। তাই এখন থেকেই শুরু হয়েছে দলবদলের পালা। ইতি মধ্যে শাসক জোটে ভাঙন শুরু হয়েছে। শুক্রবার চড়িলাম বিধানসভা কেন্দ্রে থাবা বসাল কংগ্রেস। বিজেপি ও জোট সঙ্গী তিপ্রা মথার ঘরে হানা কংগ্রেসের। চড়িলাম বিধানসভা কেন্দ্রে তিপ্রা মথা ও বিজেপি ছাড়ল ১৪ পরিবার।

এদিন ১৪ পরিবারের ৬১ জন ভোটার যোগদান করল কংগ্রেস দলে। ৬১ জন জনজাতি ভোটার তিপ্রা মথা ও বিজেপি দল ত্যাগ করে শুক্রবার প্রদেশ কংগ্রেস দলে যোগদান করে। প্রদেশ কংগ্রেস ভবনে হয় যোগ দান সভা। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে কংগ্রেস দলে বরন করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, মুখপাত্র প্রবীর চক্রবর্তী, জয়দ্বীপ রায় বর্মণ সহ অন্যান্য নেতৃত্ব । এদিন ভাঙ্গের ফলে শাসক শিবিরে চিন্তার ভাঁজ।

 

 

Exit mobile version