জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তিপড়া মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের সাথে মহাকরণে বিরোধী দলনেতার কক্ষে এক গুরুত্বপূর্ণ বৈঠক বসেছে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন , বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা ও প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা। চার নেতার মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হলেও সার বস্তু কিছুই বেরিয়ে আসেনি।
প্রত্যেকেই স্বীকার করেছে আলোচনা হয়েছে তাদের মধ্যে। জোট নিয়ে আলোচনা হয়েছে কিন্তু সিদ্ধান্ত কিছুই হয়নি। কংগ্রেসের তরফে কংগ্রেসের বক্তব্য তুলে ধরা হয়েছে পাশাপাশি সিপিআইএমের বক্তব্য আশীষ সাহার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। অপেক্ষা করছে তিপড়া মথা দলের বক্তব্যের জন্য । কংগ্রেস জানিয়েছে আগামীকাল দিল্লিতে কংগ্রেসের বৈঠক রয়েছে। সেখানেই সবকিছু আলোচনা করে পরে সিদ্ধান্ত জানানো হবে।