Site icon janatar kalam

তিনদিনের সফরে রাজ্যে আসলেন এডিজি বিএসএফ ইস্টার্ন কমান্ড রবি গান্ধী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তিনদিনের সফরে রাজ্যে আসলেন এডিজি বিএসএফ (ইস্টার্ন কমান্ড) রবি গান্ধী। মঙ্গলবার বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের সদর দপ্তরে তাঁকে স্বাগত জানিয়েছেন আইজি এস প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস।এদিন তিনি সাব্রুমে এলপিএআই আয়োজিত সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি সাব্রুম ল্যান্ডপোর্ট প্রতিষ্ঠায় এলপিএআই-এর প্রচেষ্টার প্রশংসা করেন। এদিন শ্রীগান্ধী পূর্ববর্তী অঞ্চলে বিভিন্ন ধরণের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।

পর্রবতী সময়ে এডিজও রবি গান্ধী সাব্রুম থেকে ত্রিপুরার পূর্ব সীমান্ত অংশ পরিদর্শন করেছেন। এদিনের সম্মেলনের উপস্থিত ছিলেন আইপিএস চেয়ারম্যান আদিত্য মিশ্র, শৈলেন্দ্র কুমার সিনহা, আইজি এস প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস এবং অন্যানরা।

Exit mobile version