জনতার কলম ওয়েবডেস্ক :- মঙ্গলবার তামিলনাড়ুর সালেমেতে বিজেপির নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী এসে এবারের নির্বাচনে এনডিএ-র (NDA) সামনে ৪০০ আসনের লক্ষ্যমাত্রা রেখেছেন। আর তা নিশ্চিত করতে ‘দাক্ষিণাত্য বিজয়’ই এখন ‘পাখির চোখ’ তাঁদের।
তামিলনাড়ু সফরে এসে তাই প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে গেলেন মোদি। জানালেন, তাঁদের সরকার তামিলনাড়ুর (Tamil Nadu) উন্নয়নে যথাসাধ্য করছে। তাঁর কথায়, ”এখন তামিলনাড়ু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আগামী ১৯ এপ্রিল তাদের প্রতিটা ভোট বিজেপি ও এনডিএ-কেই দেবে। তামিলনাড়ুর সিদ্ধান্ত এবার ৪০০ টপকাতেই হবে।”
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছিল ডিএমকে। তারা পেয়েছিল ২৩টি আসন। কংগ্রেস ৮টি ও সিপিআই ২টি আসনে জয়লাভ করেছিল। এবার বিজেপি সব হিসেব উলটে দিতে মরিয়া।