Site icon janatar kalam

তল্লাশিতে ধর্মনগরের এক যুবকের কাছ থেকে প্রায় ২৪ লক্ষ টাকা উদ্ধার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিআরপি থানার পুলিশের তল্লাশিতে ধর্মনগরের এক যুবকের কাছ থেকে প্রায় ২৪ লক্ষ টাকা উদ্ধার। জিআরপিথানার আধিকারিকের কাছ থেকে জানা যায়, সোমবার সকালে ধর্মনগর থেকে আগরতলা গামি ট্রেনে রুটিনমাফিক তল্লাশি চালাচ্ছিল ধর্মনগরের জিআরপি থানার পুলিশ কর্মীরা। সেই ট্রেনটিতে তল্লাশি চালানোর সময় পানিসাগরে ট্রেনটি পৌঁছানোর পর এক যুবককে সন্দেহজনকভাবে দেখা যায়।

তাকে জিজ্ঞাসাবাদ করতেই সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সাথে সাথে জিআরপি থানার পুলিশ আটক করে তাকে। জিজ্ঞাসাবাদে ওই যুবক স্বীকার করে তার কাছে থাকা ব্যাগের মধ্যে টাকা রয়েছে। তখন রেল পুলিশ তাকে ধর্মনগরে নিয়ে আসে। পরবর্তীতে স্টেট ব্যাংকের কর্মীদের ডাকা হয় টাকাগুলো গুনার জন্য এবং টাকাগুলি গুনে দেখা যায়, বেগে ২৩ লক্ষ ৯৮ হাজার ৯০০ টাকা রয়েছে। যুবকটি পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, সে টাকাগুলো স্বর্ণালংকার কেনার জন্য আগরতলা নিয়ে যাচ্ছিল। কারণ ধর্মনগরে তার জুয়েলারি দোকান রয়েছে। রেল পুলিশ ঘটনার তদন্ত চালিয়েছে।

Exit mobile version