Site icon janatar kalam

তথ্য সুরক্ষার নামে তথ্য অধিকার আইনকে দুর্বল করছে মোদী সরকার : খাড়গে

জনতার কলম ওয়েবডেস্ক :- মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মোদী সরকারকে তথ্য সুরক্ষার নামে তথ্য অধিকার (RTI) আইন দুর্বল করার অভিযোগ এনেছেন এবং তিনি আরো বলেছেন যে তাঁর দল জনগণের অধিকার সুরক্ষিত করার জন্য “স্বৈরাচারী” শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

তিনি বলেন যে কংগ্রেস আরটিআইকে দুর্বল হতে দেবে না এবং রাস্তা থেকে সংসদ পর্যন্ত তাদের আওয়াজ তুলে ধরবে।

“একদিকে, ভারত গত কয়েক বছর ধরে ভুল তথ্য এবং বিভ্রান্তির ক্ষেত্রে শীর্ষে রয়েছে এবং অন্যদিকে, মোদী সরকার তথ্য সুরক্ষা আইন এনে কংগ্রেস-ইউপিএ দ্বারা বাস্তবায়িত তথ্য অধিকার (আরটিআই) আইনকে দুর্বল করার জন্য তৎপর,”। এদিন কংগ্রেস সভাপতি এক্স-এ হিন্দিতে একটি পোস্টের মাধ্যমে জানান।

Exit mobile version