জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নবজাগরণের পথিকৃত পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী বিগত দিনের মতো এবারও রাজ্যে যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত।এবছর তার ২০৪ তম জন্ম জয়ন্তী। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকালে পশ্চিম জেলাভিত্তিক মূল অনুষ্ঠানটি হয় আগরতলা ড্রপ গেইট সংলগ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি প্রাঙ্গনে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও ছিলেন পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য, কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী সহ আরো বিশিষ্টজনের। এই অনুষ্ঠানে বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানিয়ে মেয়র দীপক মজুমদার বলেন সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত মনীষীরা বিশেষ অবদান রেখে গেছেন তাদেরকে বর্তমান প্রজন্মের মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার বদ্ধপরিকর। আর সেই লক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি উদ্যোগে নির্মাণ করা হচ্ছে মনীষীদের মূর্তি। মনীষীদের জীবনী যত বেশি করে বর্তমান প্রজন্মের মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে ততই সমৃদ্ধ হবে সমাজ।