জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-ক্ষতিপূরণ দেওয়ার পরেও অনেকে নোটিশ পেয়ে জায়গা ছাড়েননি। অভিযোগ জায়গা দখল করে বসে থাকেন কতিপয় লোকজন। সেসব জায়গায় রীতিমতো ঘর তৈরি করে ব্যবসা করে আসছিলেন কেউ কেউ। অবশেষে এর বিরুদ্ধে অভিযান চালাল আগরতলা পুর নিগমের টাস্ক ফোরস। শুক্রবার এই অভিযান চলে আগরতলা- সাব্রুম জাতীয় সড়ক সংলগ্ন সিদ্ধি আশ্রম বাজার এলাকায়। এদিন সকাল থেকে চলে অভিযান।
পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব বলেন, সিদ্ধি আশ্রম থেকে রেল স্টেশন যাওয়ার রাস্তা প্রশস্ত করার কাজ হাতে দেয় পূর্ত দপ্তর আগেই। এজন্য যাদের জায়গা পড়েছে তা অধি গ্রহণ করা হয়। অভিযোগ কিছু লোক ক্ষতিপূরণ নিয়েও জায়গা ছাড়ছিলেন না। নোটিশ দেওয়ার পরেও সাড়া দিচ্ছিল না। তাই পুলিশ,সদর মহকুমা প্রশাসনের সাহায্য নিয়ে পুর নিগম অভিযান চালায়। ড্রজার নিয়ে ভেঙে ফেলে দোকান সহ বিভিন্ন ঘর।