জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জাতীয় সিনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতা ডিসেম্বর মাসের শেষে ব্যাঙ্গালুরুতে হবে। প্রতিযোগিতাকে সামনে রেখে রবিবার এনএসআরসিসি-র ব্যাডমিন্টন হলে হয় রাজ্য দল গঠনের নির্বাচনী শিবির। ছেলেদের বিভাগে ১৪ জন এবং মেয়েদের বিভাগে চারজন সহ মোট ১৮ জন অংশ নিয়েছে শিবিরে।
শিবির থেকে জাতীয় আসরের জন্য নির্বাচিত করা হবে ছেলেদের বিভাগে ২ জন ও মেয়েদের বিভাগে ২ জনকে। রাজ্য দল গঠনের নির্বাচনী শিবিরে উপস্থিত থেকে মনিপুরের নির্বাচক শ্যাম কুমার জানান জাতীয় আসরের জন্য ঘোষণা করা হবে সেরা দল। এদিন তিনি রাজ্যের খেলোয়াড়দের সাথে কথা বলেছেন।তিনি খেলোয়াড়দের বলেছেন অনুশীলনের উপর জোর দেওয়ার জন্য।