জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লির ভারত মন্ডপমে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়া এআই-ইমপ্যাক্ট সামিট ২০২৬। এই আন্তর্জাতিক স্তরের গুরুত্বপূর্ণ সামিটকে সামনে রেখে মঙ্গলবার প্রজ্ঞাভবনে আয়োজন করা হয় এক আঞ্চলিক সচেতনতামূলক কর্মশালার।
কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব জে কে সিনহা। তিনি তাঁর বক্তব্যে বলেন, আসন্ন এআই সামিট সম্পর্কে সকলকে সম্যক ধারণা দিতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় অংশগ্রহণকারী যুবসমাজকে রাজ্য ও দেশের অন্যতম বড় সম্পদ হিসেবে উল্লেখ করে মুখ্যসচিব বলেন, আগামী দিনে উন্নত প্রযুক্তির হাত ধরেই যুবসমাজ দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। বর্তমানে মানুষের দৈনন্দিন জীবন ক্রমশ প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রয়োগ সম্পর্কে আরও সমৃদ্ধ হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে তথ্য ও প্রযুক্তি দপ্তরের সচিব কিরণ গিত্যে বলেন, দিল্লিতে অনুষ্ঠিতব্য ইন্ডিয়া এআই-ইমপ্যাক্ট সামিট ২০২৬-এর প্রস্তুতি পর্ব হিসেবেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা শুধুমাত্র একটি আধুনিক প্রযুক্তি নয়, বরং এটি প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার একটি শক্তিশালী মাধ্যম। কর্মশালায় সাধারণ মানুষের কল্যাণে কীভাবে নিরাপদ ও নির্ভরযোগ্য এআই ব্যবহৃত হতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তিনি রাজ্যের যুবসমাজ ও শিক্ষার্থীদের এই প্রযুক্তি বিপ্লবে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান এবং ডিজিটাল ইন্ডিয়া অভিযানের সঙ্গে নিজেদের যুক্ত করার বার্তা দেন। পাশাপাশি, এধরণের গুরুত্বপূর্ণ কর্মসূচি আয়োজনের জন্য তথ্য ও প্রযুক্তি দপ্তরকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্য ও প্রযুক্তি দপ্তরের অধিকর্তা সুপ্রকাশ জমাতিয়া। কর্মশালায় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিতদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানের শুরুতে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে দু’মিনিট নীরবতা পালন করা হয়।

