Site icon janatar kalam

ট্রাম্পের ৫০% শুল্কের জবাবে ১০০% শুল্ক আরোপের দাবি কেজরিওয়ালের

জনতার কলম ওয়েবডেস্ক:- আম আদমি পার্টির সর্বভারতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে সরকার কৃষকদের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নিয়েছে।

কেজরিওয়াল বলেন, এতদিন আমেরিকা থেকে ভারতে আসা তুলোর ওপর ১১ শতাংশ আমদানি শুল্ক আরোপিত ছিল। কিন্তু সম্প্রতি কেন্দ্র সরকার সেই শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করেছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৪০ দিন আমেরিকান তুলা শুল্কমুক্তভাবে ভারতে প্রবেশ করবে।

এর ফলে আমেরিকান তুলা ভারতীয় কৃষকদের তুলার চেয়ে বাজারে প্রতি কেজি গড়ে ১৫-২০ টাকা সস্তায় পাওয়া যাচ্ছে। কেজরিওয়াল বলেন,

“প্রধানমন্ত্রী মোদি দেশের কৃষকদের সঙ্গে বড় ধরনের বেইমানি করেছেন। এই সিদ্ধান্ত কৃষকদের রোজগার ও জীবিকা সরাসরি আঘাত করবে।”

পাশাপাশি আমেরিকা ভারতের রপ্তানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। এই ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া জানালেন আম আদমি পার্টির (AAP) সর্বভারতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।

তিনি বলেন, “যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যে ৫০% শুল্ক বসান, তবে ভারতকেও আমেরিকার পণ্যে ১০০% শুল্ক আরোপ করা উচিত।”

কেজরিওয়ালের দাবি, ভারতের উচিত আমেরিকার এই অর্থনৈতিক চাপে মাথা নত না করা। তিনি জোর দিয়ে বলেন, “দেশের স্বার্থে আমেরিকাকে কড়া জবাব দেওয়াই একমাত্র পথ।” তিনি বলেন,আমেরিকা থেকে আসা তুলার ওপর ১১ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে।

কেজরিওয়াল আরো বলেন, “আমরা প্রধানমন্ত্রী থেকে দাবি করি, আমেরিকান তুলার ওপর ১১ শতাংশ শুল্ক প্রত্যাহার করার নির্দেশ অবিলম্বে ফিরিয়ে আনা হোক। পাশাপাশি, আবার ১১ শতাংশ শুল্ক আরোপ করা হোক যাতে আমাদের দেশের কৃষকরা রক্ষা পান।”

তিনি বলেন, এই সিদ্ধান্তের কারণে ভারতের কৃষকরা বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছেন, কারণ আমেরিকান তুলা এখন ভারতীয় তুলার চেয়ে প্রতি কেজিতে গড়ে ১৫-২০ টাকা সস্তা। তাঁর দাবি, সরকারের উচিত এই বাণিজ্যিক নীতিকে পুনর্বিবেচনা করে কৃষকদের স্বার্থ রক্ষা করা।

Exit mobile version