Site icon janatar kalam

টেট পরীক্ষা মামলার ফের শুনানি চব্বিশ এপ্রিল

Oplus_131072

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টেট ওয়ান ও টেট টু পরীক্ষার ‘ফাইনাল আনসার কি ‘ ভুল এনিয়ে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে দায়ের করা আবেদনের ওপর শুনানি হয় মঙ্গলবার। যদিও প্রথমে সিঙ্গেল বেঞ্চ আবেদনকারীদের পিটিশন খারিজ করে দিয়েছিল।

পরবর্তী সময় ডিভিশন বেঞ্চে আবার পিটিশন করা হয়। এদিন উচ্চ আদালতের বিচারপতি টি অমরনাথ গৌড় এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের বেঞ্চে মামলাটি উঠে। সেখানে দু পক্ষের সওয়াল জবাব হয়।

রাজ্য সরকারের পক্ষে এডভোকেট জেনারেল কিছুটা জবাব দিয়েছেন। উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ এই মামলার ফের শুনানির জন্য আগামী ২৪ এপ্রিল দিন ধার্য করেছে। প্রসঙ্গত এই মামলায় আবেদনকারীদের পক্ষে আইনজীবী ছিলেন পুরুষোত্তম রায় বর্মন।

Exit mobile version