janatar kalam Home রাজ্য টেট পরীক্ষা নেওয়ার দাবিতে ফের সরব শিক্ষিত বেকাররা
রাজ্য শিক্ষা

টেট পরীক্ষা নেওয়ার দাবিতে ফের সরব শিক্ষিত বেকাররা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বছরে দুইবার শিক্ষক নিয়োগে টেট পরীক্ষা নেওয়ার কথা থাকলেও নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। প্রায় দুই বছর ধরে বন্ধ টেট পরীক্ষা। তাই টেট পরীক্ষা নেওয়ার দাবিতে ফের সরব শিক্ষিত বেকাররা। টেট পরীক্ষার গ্রহণের দাবিতে বিক্ষোভে সামিল হল রাজ্যের বেকাররা। রাজধানীর সিটি সেন্টারের সামনে বুধবার বেকাররা বিক্ষোভ প্রদর্শন করে।

তাদের অভিযোগ সরকার শূন্যপদ পূরণ করার জন্য টেট পরীক্ষা গ্রহণ করছে না। টিআরবিটি কর্তৃপক্ষ প্রস্তুত থাকলেও পরীক্ষা নেওয়ার অনুমোদন দিচ্ছে না সরকার। চাকরি প্রত্যাশী বেকারদের বক্তব্য অধিকর্তা তাদের জানিয়েছেন, সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেলে তারা সাথে সাথেই নোটিফিকেশন জারি করে পরীক্ষা গ্রহণ করতে প্রস্তুত এবং এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে চার থেকে পাঁচ মাস সময়ের প্রয়োজন।

কিন্তু সরকারের কাছ থেকে বছরের এই শেষ সময়েও পরীক্ষা গ্রহণ করার কোনো রকম নির্দেশ পাওয়া যাচ্ছে না। তাই নিশ্চিত ২০২৪ সালেও টেট পরীক্ষা হচ্ছে না। এই অবস্থায় দ্রুত পরীক্ষা নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করার দাবি জানান বেকাররা। এখন দেখার সরকারের তরফে সবুজ সঙ্কেত টি আর বি টি কর্তৃপক্ষ কবে নাগাদ পায়।

Exit mobile version