Site icon janatar kalam

টেট উত্তীর্ণ সমস্ত বেকার যুবক-যুবতীদের নিয়োগের দাবিতে আবারও রাস্তায় নামল বেকাররা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২২ সালে টেট উত্তীর্ণরা এখনো সরকারিভাবে নিয়োগপত্র না পাওয়ায় হতাশায় ভুগছেন। শিক্ষকতার চাকুরীর জন্য টেট উত্তীর্ণ বেকাররা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও তেমন কোন সাড়া পাচ্ছেন না। এতে করে স্বাভাবিকভাবেই হতাশায় ভুগছেন এই বেকাররা। ২০২২ সালে টেট পরীক্ষায় ৪০ হাজারেরও বেশি বেকার যুবক-যুবতী বসলেও, উত্তীর্ণের সংখ্যা খুবই নগণ্য। টেট ওয়ান এ ১৯৪ জন এবং টেট টু তে উত্তীর্ণ হয়েছেন মাত্র ১৬৫ জন। অথচ বিধানসভায় দেওয়া তথ্য অনুযায়ী শিক্ষা দপ্তরে টেট ওয়ানে ১৬১৫ টি এবং টেট টু তে ১৬৪৩ টি শূন্য পদ রয়েছে। বিশাল সংখ্যক শূন্য পদ থাকা সত্ত্বেও উত্তীর্ণ বেকারদের মধ্যে থেকে নিয়োগ করা হচ্ছে না। তাই অবিলম্বে টেট উত্তীর্ণ সমস্ত বেকার যুবক-যুবতীদের একসাথে নিয়োগের দাবিতে আবারও রাস্তায় নামল বেকাররা। সোমবার আগরতলা শিক্ষা ভবনের সামনে দাবি আদায় লক্ষ্যে বিক্ষোভ দেখায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। বিক্ষোভ কর্মসূচি থেকেই দপ্তরের অধিকর্তার কাছে এদিন নতুন করে আরো একবার তাদের দাবি তুলে ধরতে চাইলেও দেখা করার সুযোগ হয়নি। ফলে বাধ্য হয়েই সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। বেকারদের অভিযোগ,টেট উত্তীর্ণদের একটা বড় অংশ খুব শীঘ্রই বয়স উত্তীর্ণ হয়ে যাবার পথে। এই অবস্থায় সরকার তাদের নিয়োগ না করলে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন তারা। তাই মুখ্যমন্ত্রী তথা শিক্ষা মন্ত্রীর কাছে বেকাররা আর্জি জানান, অবিলম্বে তাদের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে স্কুল গুলির শিক্ষক স্বল্পতা দূর করার।

 

 

Exit mobile version