Site icon janatar kalam

টি এম সি কলেজে রেগিং-এর ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে কি ফের রেগিং সংস্কৃতি ফিরে আসছে শিক্ষা প্রতিষ্ঠানে? হাঁপানিয়া টি এম সির ঘটনায় এই প্রশ্নের উঁকি দিল ফের শিক্ষানুরাগী মহলে। যদিও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। একথা জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রাজ্যে রেগিং শব্দ বহুবছর ধরে শোনা যায় না। কিন্তু এবার সেই শব্দ যেন ফিরে এলো।

এবার ত্রিপুরা মেডিক্যাল কলেজে ঘটে গেল রেগিং এর ঘটনা। জানা গেছে দুর্গা পূজার আগে এই ঘটনা ঘটে। প্রথম দিকে বিষয়টি এক প্রকার চাপা পড়ে যায়। পরবর্তী সময় জাতীয় স্তরের একটি সংস্থা বিষয়টি জানতে পেয়ে জাতীয় মেডিক্যাল কমিশন ও বিশ্ব বিদ্যালয় মঞ্জুরি কমিশনকে অবগত করে। তারপরই বিষয়টি প্রকাশ্যে আসে।

জাতীয় মেডিক্যাল কমিশনের পক্ষ থেকে ত্রিপুরা মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়। কড়া মনোভাব নেয় বিশ্ব বিদ্যালয় মঞ্জুরি কমিশনও। ত্রিপুরা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পরিস্থিতি বেগতিক দেখে গঠন করেন তদন্ত কমিটি। তদন্ত কমিটি ঘটনার তদন্তে নেমে অভিযোগের সত্যতা খুঁজে পায়। যথারীতি অভিযুক্ত ১৮ জন পড়ুয়ার বিরুদ্ধে ব্যবস্থাও গ্রহণ করা হয়।

মঙ্গলবার এনিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান কলেজ কর্তৃপক্ষের সঙ্গে এবিষয়ে কথা বলেছেন। কলেজ কর্তৃপক্ষ নিয়ম মেনে ব্যবস্থা গ্রহণ করছে। অনেক গুলি আইনের বিষয় চলে এসেছে। অভিযুক্তদের বিরুদ্ধে বেশ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এমনকি তাদের বিরুদ্ধে আমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version