Site icon janatar kalam

টিএসএফের বনধ নিয়ে সমস্যার সমাধানের দাবী জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি এন এস ইউ আয়ের

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- টিএসএফ এর বনধের কারণে সাধারণ মানুষসহ ছাত্রছাত্রীদের দুর্ভোগ চরমে সোমবার এ বিষয়ে সরব হল এনএসইউআই । মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে সমস্যার সমাধানের দাবী জানালো এনএসইউআই। এ বিষয়ে এনএসইউআই নেতৃত্ব সংবাদ মাধ্যমকে জানান ধর্মঘটের ফলে রাজ্যের জনগণের, বিশেষ করে শিক্ষার্থীদের জীবনে ব্যাপক ব্যাঘাত ঘটেছে।

এর দ্রুত সমাধান না করা হলে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে শিক্ষার্থী তাই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আহ্বান এন এস ইউ আইয়ের । এদিন এনএসইউআই নেতৃত্ব আরো বলেন যে ককবরক ভাষা ত্রিপুরার অন্যতম বহুল ব্যবহৃত আদিবাসী ভাষা, এবং রোমান লিপি ককবরক ভাষার জন্য একটি আদর্শ মাধ্যম যা শিক্ষা প্রতিষ্ঠানে এই ভাষার সুষ্ঠু সংহতি নিশ্চিত করবে।

তাছাড়া ককবরক ভাষার রোমান লিপি ব্যবহারের ফলে উপজাতি অংশের ছাত্রছাত্রীদের শিক্ষা, সাংস্কৃতিক উন্নয়ন এবং জনগণের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পাবে বলে আশা ব্যাক্ত করেন তিনি ।

Exit mobile version