জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টিএমসিতে ব্র্যান্ডেড জেনেরিক মেডিসিন শপ বন্ধের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এসোসিয়েশন। সমাধানের পথ না পেলে আন্দোলনে নামার হুমকি। ত্রিপুরা মেডিকেল কলেজ এন্ড হাঁপানিয়া হাসপাতালের ভেতরে ব্র্যান্ডেড জেনেরিক মেডিসিন শপ নিয়ে ডেপুটেশন দেওয়ার পর এখনও পর্যন্ত কোন উত্তর পায়নি ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এসোসিয়েশন। তাদের অভিযোগ সাধারণ মানুষের পকেট কেটে ব্যবসা চালিয়ে যাচ্ছে বহির রাজ্যের এক ব্যবসায়ী। যেখানে বাইরে ওষুধের দোকানগুলিতে কোন ওষুধের দাম ৬০০ টাকায় পাওয়া যায়। সেই ঔষধ হাসপাতালের ভিতরের ব্র্যান্ডেড জেনেরিক মেডিসিন শপে বিক্রি করছে ২৫ শতাংশ ডিসকাউন্ট দিয়েও ৮০০ টাকা দরে। এই পরিস্থিতিতে সাধারণ রোগীদের পকেট কাটছে। উদ্ভূত পরিস্থিতিতে এসোসিয়েশন চাইছে অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বন্ধ হোক এই কাউন্টার। আগামী কিছুদিনের মধ্যেই তারা মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করবে বলে জানিয়েছেন এসোসিয়েশনের সহ-সভাপতি চন্দন দত্ত |এ দিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি বিপ্লব দেব ও উত্তম দেব প্রমূখ।