জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পথ দুর্ঘটনা কিছুতেই থামছে না রাজ্যে। একের পর এক ঘটে চলেছে দুর্ঘটনা। রবিবার আবার দুর্ঘটনা ঘটে আগরতলা কাশীপুর এলাকায়। জানা গেছে এদিন টম টম নিয়ে তিন বন্ধু মিলে ঘুরতে বের হয়। রেশমবাগান এলাকায় এক বন্ধুর বাড়িতে যাওয়ার পথে রাস্তায় কাশীপুর এলাকায় টমটম উল্টে যায়।
এতে নয়ন দাস এক যুবক আহত হয়। তাকে সঙ্গে সঙ্গে অন বন্ধুরা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে নিয়ে যায়। বর্তমানে জিবিতে চিকিৎসা চলছে যুবকের।জানা গেছে মাথায় ও পায়ে আঘাত পেয়েছে সে।