জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার রাবার বাগান থেকে। ঘটনা বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারের কাছে। রাকেশ আচার্জি নামে বিশালগড় মোড়াবাড়ি এলাকার এক ব্যক্তি রাতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। সকালে স্থানীয়রা তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় চা বাগানে। খবর পেয়ে ছুটে আসে মৃত রাকেশের স্ত্রী মা ও অন্যান্যরা। জানা যায় পারিবারিক ঝামেলা থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। মৃত রাকেশের একটি কন্যা সন্তান রয়েছে। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে পরিবার-পরিজনদের মধ্যে।